নতুন ভাবে বিজ্ঞানকে পড়তে শিখিয়েছিলেন ইদা ফ্রয়েন্দ
আজ যার কথা বলব, তাঁর পরিচিতি মূলত শিক্ষক হিসেবে। গবেষণায় তাঁর বিশাল কৃতিত্ব না থাকলেও, তিনি বিজ্ঞানী এবং বিজ্ঞানশিক্ষার বিষয়ে অন্যতম একজন পথিকৃৎ। তিনিই ইংল্যান্ডের কোনো একটি বিশ্ববিদ্যালয়ে, রসায়নবিদ্যাতে প্রথম স্বীকৃত লেকচারার। তিনি বিশ্বাস করতেন শুধুমাত্র তত্ত্ব মুখস্থ করে নয়, হাতে কলমে সেই তত্ত্বকে যাচাই করে দেখতে পারলে তবেই সেই শিক্ষার্জন সম্পূর্ণ হয়। শিক্ষার আত্তীকরণ ঘটে। তিনি ইদা ফ্রয়েন্দ। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ১৮)
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 14 June, 2021 | 621 | Tags : Chemistry Teacher Periodic Table Ida Freund Cambridge University Series on Female Scientist